আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

নওগাঁর আত্রাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় এর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে এর সম্মেলন কক্ষে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, সহকারী শিক্ষা অফিসার হাফিজুর রহমান,আত্রাই প্রেসক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন। এছাড়া বক্তব্য দেন মেডিক্যাল অফিসার ডাঃ আরিফ হাসান, ইউএসপিও খাজা আবু মুসা এহসানুল কিবরিয়িা, স্বাস্থ্য পরিদর্শক মির্জা মোঃ আসলাম হোসেন, স্যানিটারী ইন্সেপেক্টর এমদাদুল হক, রিয়াজুল ইসলাম প্রমুখ। আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পক্ষকালব্যাপি জাতীয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২২হাজার ৯শ ৮৮জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ৮টি ইউনিয়নে ১৯২টি কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ