আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারী তে রাস্তা সরানোর জন্য মানব বন্ধন

 

ডেক্স রিপোর্ট : 

ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পূর্ব পাশের এপ্রোচ রোড ১৫০ ফুট উত্তরে সরানোর দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সোনাহাটের গণাইরকুটি মৌজায় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রায় ২ শতাধিক নারী ও পুরুষ অংশ নেয়। এসময় প্রস্তাবিত স্থান থেকে ১৫০ ফুট উত্তরদিকে এপ্রোচ রোড সরানোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, শিক্ষক জহুরুল হক প্রমুখ। তারা জানায় উত্তর পাশে খাস জমি বাদ দিয়ে প্রস্তাবিত স্থান দিয়ে এপ্রোচ রোড হলে প্রায় দেড় শতাধিক পরিবার ভূমি ও গৃহহীন হয়ে পড়বে এবং প্রায় ৫টি পারিবারিক কবরস্থান ধ্বংস হবে।

উল্লেখ্য, দুধকুমর নদের উপর সড়ক ও জনপথ বিভাগ ৬৪৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করছে। সেতুর পূর্ব পাশে ব্রীজ থেকে ৮২০ মিটার দীর্ঘ এপ্রোচ রোড নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ