আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারী তে ১৫ দিনের টানা বৃষ্টিতে প্লাবিত কয়েকটি গ্রাম

 

আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ১৫ দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে দুধকুমার ও ফুলকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী এলাকার প্রায় ১৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে গ্রামগুলোর কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে রোপা আমন ধান ও সবজির ক্ষেত।পুকুর ডুবে গিয়ে ভেসে গেছেমাছ। এছাড়া অতিবর্ষণে অনেক রাস্তাঘাট ডুবে গেছে এবং কিছু রাস্তাঘাট ভেঙে গেছে।প্রকল্প বাস্তবায়ন অফিস ও ইউপি চেয়ারম্যানরা জানান, শিলখূড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা, দক্ষিণ ধলডাঙ্গা,
কাজিয়ার চর, চর উত্তর তিলাই, ছাট গোপালপুর ও নামা চর, তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই, খোঁচাবাড়ি, দক্ষিণ ছাট গোপালপুর, শালমারা, সদর ইউনিয়নের নলেয়া, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর,পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা, সোনাহাট ইউনিয়নের ভরতের ছড়া,চর বলদিয়া আন্ধারীঝাড় ইউনিয়নের চর বাড়ুইটারি গ্রাম সহ আরো কিছু গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি এলাকার লোকজনকে যাতায়াত ও রান্নার ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া তারা গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম জানান, জেলা প্রশাসক বরাবর এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ