আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

মাননীয় মেয়র লিটনের সাথে নতুন ডিআইজি‘র সৌজন্য সাক্ষাৎ

কাটাখালি আদর্শ ডিগ্রী কলেজ প্রতিনিধি মোঃ মিনারুল ইসলাম

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের সদ্য যোগদানকৃত ডিআইজি জনাব মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন তাঁরা।

মতবিনিময়কালে রাজশাহী উন্নয়ন, শান্তিশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন। এ সময় রাজশাহী মহানগরীর সৌন্দর্য্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি।

সাক্ষাৎকালে পুলিশের রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার জনাব আব্দুস সালাম ও জনাব মনিরুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মো. শহিদুল্লাহসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং মাননীয় মেয়রের একান্ত সচিব জনাব মো. আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ