আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

নিম্ন মানের খাদ্য ও প্রসাধন সামগ্রী প্রস্তুতের অপরাধে র‍্যাব-১২ এর ভ্রাম্যমাণ আদালতে সাড়ে চার লক্ষাধিক টাকা জরিমানা

 

নুপুর কুমার রায়,সিরাজগঞ্জ , প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কয়েকটি কারখানায় তৈরি হচ্ছিল মাখন ও সরিষার তেল। উন্নত মানের পণ্য বলে দেশের বিভিন্ন স্থানে বিক্রিও হচ্ছিল সেসব। কিন্তু এসব পণ্যের সবগুলোই নিম্ন মানের। এমনকি এসব কারখানা চালাতে বিএসটিআই এর সনদ নেবারও প্রয়োজন মনে করেননি এ সমস্ত ব্যবসায়ী। ফলে, রবিবার (১৩ সেপ্টেম্বর, ২০২০) নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মঈন উদ্দিনকে সাথে নিয়ে র‍্যাব-১২ এর টিম হাজির সেখানে। আটক করা হয় ০৬ টি কারখানার মালিককে। পরে, ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে মোট ১,৬৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, রবিবার কুষ্টিয়ায় র‍্যাব-১২ এর টিম অভিযান চালায় কয়েকটি কারখানায়। সেখানেও অবৈধভাবে তৈরি হচ্ছিল শিশুখাদ্যসহ অন্যান্য খাদ্য সামগ্রী ও প্রসাধন সামগ্রী। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল এসব মানহীন সামগ্রী। ফলে, দুটি কারখানার মালিককে আটক করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নিকট হাজির করা হয়। পরে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে মোট ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ