আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

লালমনিরহাটে কবি অসীম সাহাকে সংবর্ধনা

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি অসীম সাহাকে সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা ক্রীড়া কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রবিউল হাসান।

লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদের সভাপতি দেলোয়ার হোসেন রংপুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কবি অসীম সাহার স্ত্রী অঞ্জনা সাহা, কবি ডা.মফিজুল ইসলাম মান্টু, স্থানীয় প্রেস ক্লাব সভাপতি আমিরুল ইসলাম, কবি মোস্তাক মুকুল।

অনুষ্ঠানে কবিকে ক্রেস্টসহ উত্তরীয় সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে কেক কেটে কবি অসীম সাহার জন্মদিন পালন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে কবি, একেএম মঈনুল হক, আনিছুর রহমান লাডলা, কবি আতাউর রহমান মালেক, কবি ইরশাদ জামিল তরু, কবি সরমিন আরা হক বীথি, মাজহারুল ইসলাম, আব্দুস সালাম বক্তব্য রাখেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ