আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) খাগড়াছড়ি জেলা শাখার অনুমোদন; সভাপতি- উষা আলো চাকমা, সাধারন সম্পাদক- তাতুমুনি চাকমা

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

বঙ্গবন্ধুর স্বপ্ন-দর্শণ মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) খাগড়াছড়ি জেলা শাখার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। দীঘিনালা উপজেলাধীন উত্তর রেয়াংকার্য্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা আলো চাকমাকে সভাপতি, খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতুমুনি চাকমা সাধারন সম্পাদক ও মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রতন কুমার দে কে সাংগঠনিক সম্পদাক করে ৩১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) কেন্দ্রীয় সভাপতি ও এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিঁয়াজো ফোরাম এর মুখপাত্র নজরুল ইসলাম রনি কর্তৃক অনুমোদিত হলো তিন বছরের এই কমিটি।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) খাগড়াছড়ি জেলা শাখার অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি- মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিউল ইসলাম, সহ সভাপতি হলেন- গুইমারা উপজেলার সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক জায়নুল আবেদীন, পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির কান্তি চাকমা, পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চাকমা; সহ সাধারন সম্পাদক- পানছড়ি উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মানিকছড়ি উপজেলার বড় ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মদ; খাগড়াছড়ি সদরের মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা অর্থ সম্পাদক; মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রচার সম্পাদক; দীঘিনালা উপজেলার উদাল বাগান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ত্রিনয়ন চাকমা দপ্তর সম্পাদক; অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপন চাকমা সাংস্কৃুতিক সম্পাদক; খাগড়াছড়ি সদরের মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক; দীঘিনালা উপজেলাধীন রেয়াংকার্য্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনমিত্র চাকমা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক; খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক করা হয়।

কমিটি অনুমোদন পেয়ে সভাপতি উষাআলো চাকমা বলেন, কমিটির সকল সদস্যদের সাথে নিয়েই এমপিওভূক্ত শিক্ষকদের পাশে থাকবো। তিনি আশা করেন, যার হাত ধরে এদেশ স্বাধীন হয়েছে, আমরা পরাধীনতার শৃংঙ্খল থেকে জাতি আজ মুক্ত। সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায়। যার হাতধরে অনেক সমস্যা সমাধান হয়েছে। তিনি আশা রেখে বলেন- তিনিই পারবেন এ এমপিওভূক্ত শিক্ষকদের দাবি পূরণ করতে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ