আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ ইং

নওগাঁয় মৎস্য আড়তে মাছের ব্যাপক আমদানি

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে মৎস্য আড়তে ব্যাপক মাছের আমদানি লক্ষ্য করা গেছে বড় বড় রুই কাতলা মাছ মিলছে প্রতি কেজি ৪০- ৫০ টাকায়।
বৃহস্পতিবার ভোর থেকে উপজেলার বিখ্যাত মাছের আড়ত আত্রাই টোল মুক্ত মৎস্য আড়তে দেখা যায় প্রচুর মাছের আমদানি। শত শত গাড়ীতে করে মাছ আসছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে।
আড়ত ঘুরে দেখা যায়, প্রতি কেজি মাছ পাওয়া যাচ্ছে ৪০-৫০ টাকায়। প্রতিটি মাছের ওজন ১ কেজি থেকে ৩ কেজি, আবার কিছু মাছ ছিল ১১ কেজি ওজনের চেয়েও বেশি।
বেলা বাড়ার সাথে সাথে বড়ো বড়ো মাছ ওজন ছাড়া প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হয়েছে।দাম কমের খবর প্রচার হওয়ায় এলাকার মানুষ হুমড়ি খেয়ে আসতে থাকে। ফলে নদী পাড়াপাড়রের বেলী ব্রীজে সৃষ্টি হয় যানযট।

এব্যাপারে মৎস চাষিরা বলেন, গত কয়েক দিন থেকে রোদ ছিল হঠাৎ গতকাল সারাদিন বৃষ্টি হবার কারণে পুকুরে অক্সিজেন ঘাটতি হবার কারণে মাছ ভেসে ওঠে। যে কারণে মাছের আমদানি ও বৃদ্ধি পায়। এভাবে বৃদ্ধি হওয়ার কারণে অনেক চাষি মাছ বিক্রি করে গাড়ি ভাড়ার টাকা দিতে পারেনি। কেউ কেউ মাছ ফেলে চলে গেছেন।
বান্দাইখাড়া বাজার থেকে ১০০ থেকে ৮০ টাকা কেজি মাছ ক্রয় করে আত্রাই নিয়ে গিয়ে ৫০ টাকা কেজি বিক্রয় করে লোকশানের মুখে পড়ে৷
এব্যপারে উপজেলা সাহেবগঞ্জ এলাকার আজাহার আলী মাষ্টার বলেন, মোলবাইলে খবর পেয়ে মাছ কিনতে এসেছি। দাম কম পেয়ে খুব খুশি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ