রাব্বীহোসাইন , পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ পত্নীতলায় সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে আজ বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাছের পোনা অবমুক্ত করেছেন উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল গাফ্ফার।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনা অবমুক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার ইউএনও লিটন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহাম্মেদ, রাজশাহী ইউনিয়ন প্রকল্প ডিপিডি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা (মুক্তা)প্রমূখ ।
এ সময় ৮টি সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে ৩৫০ কেজি মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে বলে উপজেলা মৎস্য অধিদপ্তর জানান।