আজ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ ইং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে  ৯’শ টাকার পরিবর্তে ১২ হাজার টাকা করেন 

সিরাজগঞ্জ, শাহজাদপুর
প্রতিনিধিঃ নুপুর কুমার রায় :

জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমস্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। অতীতে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা ৯’শ টাকার পরিবর্তে বর্তমান সরকার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা (মাসিক) ১২ হাজার টাকায় উন্নীত করেছে। সেইসাথে বৈশাখী ভাতা বাবদ ২ হাজার টাকা ও বছরের ২ ঈদে বোনাস বাবদ ২০ হাজার টাকাও মুক্তিযোদ্ধাদের দিচ্ছে জননেত্রী শেখ হাসিনা’র সরকার। এছাড়া অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় ১৬ লাখ টাকা (বাড়ি প্রতি) ব্যায়ে শাহজাদপুরের ২৪ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করবে সরকার।’ রোববার ( 30 আগষ্ট) সকালে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ শাহজাদপুর উপজেলা কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরূমে স্থানীয় ৫০ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্যে শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি উপরোক্ত কথাগুলো বলেন। সাবেক ডেপুটি কমান্ডার বিনয় পালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান। এতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান উপাধ্যাক্ষ রফিকুল ইসলাম বাবলা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমূখ। উক্ত অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ