আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

পদ্মার স্রোতে আট বছরের শিশু নিখোঁজ

 

কাটাখালি আদর্শ ডিগ্রী কলেজ প্রতিনিধি মোঃ মিনারুল ইসলাম :

রাজশাহীর বাঘায় পদ্মার পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে আলামিন হোসেন নামে আট বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।রোববার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।সে উপজেলার আলাইপুর নাপিত পাড়া এলাকার মৃত লালন উদ্দিনের একমাত্র ছেলে। এছাড়া আলামিন স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।নিখোঁজ শিশুর পরিবার জানায়, সহপাঠীদের সঙ্গে নদীর পাড়ে খেলছিল আলামিন। খেলা শেষে হাত-মুখ ধোয়ার জন্য নদীর কিনারায় যায়।কিন্তু হঠাৎ পা ফসকে নদীতে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে স্রোতে ভেসে যায়। এর পর থেকে সে নিখোঁজ।এদিকে, নদীতে নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পদ্মার পাড়ে জড়ো হয় হাজারও মানুষ। জেলেরা মাছ ধরার জাল ফেলে তাকে খোঁজার চেষ্টা শুরু করেন। কিন্তু বিকেল পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। নদীতে নৌকা নিয়ে তাকে খোঁজার চেষ্টা চলছে।রাজশাহীর বাঘার ৩নম্বর পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বাংলানিউজকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধারের জন্য নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। স্থানীয় জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা করছে। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। আর নদীর স্রোতে ভেসে যাওয়ায় ডুবুরিদের খবর দেওয়া হয়নি।রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তিনি পদ্মা নদীতে শিশু নিখোঁজের খবরটি কিছুক্ষণ আগেই জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ