আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৪ ইং

বঙ্গবন্ধু প্রেমিক বিপুলের একটি কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল”

আবু সাহাদাৎ বাঁধন 
নড়াইল সদর প্রতিনিধি:
নড়াইল সদরের ০২ নং হবখালী ইউনিয়নের বিলডুমুরতলা গ্রামের ইমরান হোসেন বিপুল একজন বঙ্গবন্ধু প্রেমিক।তিনি ছোট কাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান,কবিতা, লিখেন ও পাঠ করেন।এরিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর নিয়ে লেখা একটা কবিতা ভাইরাল হয়েছে।এই কবিতাটা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার মাঝে উৎফুল্লতা কাজ করছে।তার কবিতাটি এমন,
“মুসলিম তুমি বঙ্গবন্ধু, তোমার হৃদয় ভরা ছিলো মায়া;
যে যখন তোমাকে করছে স্বরণ,তুমি তাকে করেছিলে বরণ,দিয়েছিলে ছায়া।”
বিপুল বলেন,আমার বহু আগের স্বপ্ন ছিলো আমি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখবো।আমি কবিতাটি লিখছি,আমি এখন নিজেকে ধন্য মনে করছি।এই কবিতাটি লিখতে যেয়ে আমি কয়েকবয়র কেঁদে ফেলেছি।কারণ মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর ইতিহাস যখন স্বরণ হয়,তখন মনে হশ আমরা ১৬ কোটি মানুষের একজন অবিভাবকে হারিয়ে ফেলছি।
তার এলাকার কয়েকজনের সাথে আমি কথা বলছি,তাদের মধ্যে কাবিল হোসেন বলে,বিপুল ভাইয়ের আবৃত্তি করা কবিতা শুনে আমি মুগ্ধ হয়েছি। আমরদের আশেপাশে বিপুল ভাইয়ের মতো অনেক প্রতিভাবান  মানুষ খুজে পাওয়া যাবে।তাদেরকে খোজ করে যথাযথ মর্যাদা দেওয়া উচিৎ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ