আজ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

বুড়িমারীতে ৬ ঘন্টা পর ভারত-বাংলাদেশ গাড়ি চলাচল স্বাভাবিক

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

 

বুড়িমারী স্থলবন্দর দিয়ে যাওয়া বাংলাদেশী ট্রাক ড্রাইভারকে ইন্ডিয়া চ্যাংড়াবান্দায় নির্যাতন এর প্রতিবাদে বুড়িমারী স্থলবন্দরে ৫ ঘন্টা ইন্ডিয়া বাংলাদেশের গাড়ি যাতায়াত বন্ধ থাকার পর চালু হয়েছে।

জানা যায়, গতকাল রবিবার (১৬ ফ্রেব্রুয়ারী) সকাল ১১ টা নাগাদ বাংলাদেশী প্রাণ কোম্পানি এর পণ্য নিয়ে বাংলাদেশি ট্রাক চালক মোঃ আরিফ হোসেন ২৫ ইন্ডিয়াতে প্রবেশ করেন।

তারপর ইন্ডিয়াতে গাড়ি আনলোড করতে যায়। ও বাংলাদেশে ফেরত আসার সময় শেষ হওয়ার কারণে সে রাতে ইন্ডিয়াতে রাত যাপনের উদ্দেশ্যে গাড়ি পার্কিং এ রেখে গাড়িতে ঘুমায়।

মাঝ রাতে ইন্ডিয়ান কিছু ছিনতাইকারী তাকে মারধর করে তার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। আজ বাংলাদেশর ট্রাক ড্রাইভাররা এ খবর শুনতে পেয়ে রাস্তা অবরোধ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে যান বুড়িমারী স্থলবন্দরের সভাপতি পাটগ্রাম উপজেলার চেয়ারম্যান জনাব,মোঃ রহুল আমিন বাবুল ও বুড়িমারী স্থলবন্দরের সাধারণ সম্পাদক বুড়িমারী ইউপির চেয়ারম্যান জনাব,মোঃ আবু সাইদ নেওয়াজ নিশাত রহমান।

ইন্ডিয়ার পক্ষ থেকে ছিলেন সি এন্ড এফ ও ট্রাক শাখার সভাপতি সম্পাদক জনাব,মোঃ আব্দুল সামাদ জনাব, বিমল কুমার ঘোষ জনাব, মোঃ মাজীদ ইসলাম জনাব, বিকাশ সাহা ও বিএসএফ এর প্রতিনিধী।

বাংলাদেশ পুলিশ এর পক্ষে সার্কেল এসপি জনাব,তাপস কুমার সরকার ও পাটগ্রাম থানার ওসি, জনাব, সুমন কুমার মোহন্ত।সকলের হস্তক্ষেপ আও সহযোগীতায় গাড়ি যাতায়াত শুরু হয়, ও ইন্ডিয়া এর পক্ষ থেকে বলা হয় এ রকম ঘটনা যেন আর ভবিষৎ তে না ঘটে।সে বিষয়ে সজাগ থাকবে তাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিনিধী এমন আশ্বাস দেন ও দুঃখ প্রকাশ করেন, স্থলবন্দরের সাধারণ সম্পাদক আবু সাইদ নেওয়াজ নিশাত রহমান বলেন, আমরা বুড়িমারী স্থলবন্দরে ইন্ডিয়ান কোনো গাড়ি আসলে আমরা আমাদের দেশীও গাড়ির থেকে বেশি তাদের খেয়াল রাখি আপনারা ও তা করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ