গাইবান্ধা জেলা সংবাদদাতা : আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী তিস্তামুখ ঘাট হতে বন্ধ হয়ে যাওয়া রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেন পুনরায় চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তিস্তামুখ ঘাট উন্নয়ন কমিটির আয়োজনে আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার গজারিয়া ইউনিয়নের তিস্তামুখ ঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য শুক্কুর আলী ফিরোজ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, প্রভাষক আবুল হাসনাত শমি, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম লোকাল, ফুলছড়ি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি সাদেকুল ইসলাম তারা,
গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ফুলছড়ি সিনিয়র মাদরাসার প্রভাষক আমিনুল ইসলাম, ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম কারী, এম. এম কিন্ডার গার্টেনের পরিচালক আতিকুর রহমান, হাসান মাহমুদ বিদ্যুৎ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তিস্তামুখ ঘাট হতে চলাচলকারী বন্ধ হয়ে যাওয়া রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেনটি অবিলম্বে পুনরায় চালুর জোড় দাবী জানান। দাবী আদায় না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা জানান। সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে। এসময় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়।