আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

লালমনিরহাটের হাতীবান্ধা দইখাওয়া আর্দশ কলেজে বসন্ত বরন উদর্যাপন

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রত্যন্ত এলাকা ও সীমান্তবর্তী স্থানে অবস্থিত দইখাওয়া আদর্শ কলেজ।কলেজটি শুক্রবার দিনব্যাপি নানা আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছেন।ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের বাসন্তী সাজ মনে করে দিয়েছে “ফুল ফুটুক আর নাইবা ফুটুক, আজ বসন্ত”। এ উপলক্ষ্যে নানা রংয়ে সাজানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটিকে।ছাত্রীরা হলুদ শাড়ী, হাতে চুড়ি ও খোঁপায় ফুল দিয়ে সেজেছেন, ছেলেরা হলুদ গেঞ্জি পরিধান করেছেন। শিক্ষকরাও সেজেছেন বসন্তের সাজে। সকালে এ উপলক্ষ্যে একটি র‌্যালি কলেজ থেকে কের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অত্র কলেজের মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোফাজ্জল হোসেন। কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী মাহমুদুল হাসান সোহাগ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক , গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া, নওদাবাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অশ্বিণী কুমার বসুনিয়া , অভিভাবক সদস্য আফজাল হোসেন মিয়া ও প্রভাষক আব্দুস ছালাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রভাষক ফারুক হোসেন। আলোচনা শেষে জুম্বার নামাজের বিরতী ও এর পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ