পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না যুব সমাজের আয়োজনে পিইসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ (১০ ফেব্রুয়ারী)সোমবার সন্ধ্যায় হাতীবান্ধা ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রশিদা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার সাথী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তফিউজ্জামান জুয়েল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা কমিটি’র সম্পাদক আসাদুজ্জামান সাজু ও সিন্দুর্না ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম প্রমুখ।