আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

 

মাহমুদুল হাসান ইউসুফ, রংপুর জেলা প্রতিনিধি :

 

যেতে নাহি দিব হায় তবুও যেতে দিতে হয় তবুও চলে যায়।
প্রলয়-সমুদ্রবাহী সৃজনের স্রোতে
প্রসারিত ব্যগ্রবাহ জ্বলন্ত আঁখিতে
“দিবনা দিবনা যেতে” ডাকিতে ডাকিতে
হুহু করে’ তীব্রবেগে চলে যায় সবে
পূর্ণ করি বিশ্বতট আৰ্ত্ত কলরবে।
সম্মুখ উর্ম্মি‌রে ডাকে পশ্চাতের ঢেউ
“দিবনা দিবনা যেতে”-নাহি শুনে কেউ,
নাহি কোন সাড়া!

৩০ জুন ২০২০খ্রিঃ রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব আবু মারুফ হোসেন, এর বদলী সূত্রে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (এসপি) এবং জনাব মোঃ ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রংপুর এর পুলিশ সুপার (এসপি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পাবনা জেলায় বদলী হওয়ায় রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করেন…….বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, #জনাব_বিপ্লব_কুমার_সরকার_বিপিএম (#বার) #পিপিএম_পুলিশ_সুপার_রংপুর মহোদয়।

উল্লেখ্য, রংপুর জেলায় পদোন্নতি পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (এসপি) এবং পুলিশ সুপার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (এসপি) পাবনা জেলায় পদায়ন পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়, পরে রংপুর জেলা থেকে বিদায় উপলক্ষে স্মৃতি চারন করে রাখতে বিদায়ী জেলা পুলিশ সুপারদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলেদেন এবং এক ফ্রেমে বন্ধী হয়ে থাকতে উপস্থিত সবাই ফটোসেশনে অংশ নেন।

এসময় বিদায় সংবর্ধনা উনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোঃ আশরাফুল আলম পলাশ এবং জনাব মোঃ আরমান হোসেন, পিপিএম, সহকারী পুলিশ সুপার, ( সি-সার্কেল ) রংপুরসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ