আজ ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ ইং

বড়লেখায় কলেজ ছাত্র শিবিরের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ

জাহাঙ্গীর আলম শুভ, বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র শিবির কতৃক আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর দুপুর ১২/৩০ মিনিটের সময় কোনআন তেলাওয়াত ও ইসলামি সংগীতের মাধ্যমে আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানে কলেজ ছাত্র শিবিরের সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের গবেষণা সম্পাদক মোঃ ফখরুল ইসলাম

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক বায়তুলমাল সম্পাদক ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম

অনুষ্ঠান চলাকালীন পরিদর্শনে এসে শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ছাত্র শিবিরের প্রতিষ্ঠকালীন সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি এম ফরিদ উদ্দিন, সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সামাদ, ৬ নং সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাঃ জয়নাল আবেদীন, জেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, সাবেক প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক তারেক রহমান, বড়লেখা শহর ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদ, বড়লেখা উত্তর ছাত্র শিবিরের সভাপতি কাওছার আহমদ, সুজাউল মাদ্রাসা শাখা ছাত্র শিবিরের সভাপতি নোমান আহমদ, বড়লেখা শহর ছাত্র শিবিরের সেক্রেটারি এমাদুল ইসলাম এমাদ,

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক কলিম উদ্দিন, প্রচার সম্পাদক জাকির হোসেন, কলেজ ছাত্র শিবিরের অর্থ সম্পাদক শাফি উদ্দিন মাশরাফি, ছাত্রশিবিরের পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি ইফতেহাম মাহফুজ, বর্নি ইউনিয়ন সেক্রেটারি জাবির আহমদ, আদিলুর রহমান, নাহিদ আহমদ। রুবেল আহমদ, হোসাইন আমেদ, আবু বক্কর, রাহিব তায়েফ, তারেক খান, তৌহিদ, জাহিদ হাসান, ফাহাদ আহমদ শাফি, জুমন আহমদ

বক্তব্যকালে অতিথিবৃন্দ বলেন আজকের এই ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান আমাদের জন্য গৌরবের দিন।

নবীন শিক্ষার্থীরা আজ নতুন এক যাত্রা শুরু করেছে। তোমাদের সামনে রয়েছে অসংখ্য স্বপ্ন, সম্ভাবনা এবং দায়িত্ব। মনে রেখো, শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না; তোমাদের হতে হবে নৈতিক, মেধাবী ও সময়োপযোগী দক্ষতায় সমৃদ্ধ।

আমরা বিশ্বাস করি শিক্ষার্থী জীবনের প্রতিটি ধাপ যদি সৎ উদ্দেশ্য, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে এগিয়ে নেওয়া যায়, তবে একজন শিক্ষার্থী শুধু নিজের ক্যারিয়ারেই সফল হবে না, বরং সমাজ ও দেশকেও পরিবর্তনের শক্তিতে পরিণত করবে।

ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে, এবং করবে।  শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সঠিক পথের দিকনির্দেশনা দিতে অঙ্গীকারবদ্ধ।

তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে আদর্শ, জ্ঞান ও নৈতিকতার মজবুত ভিত্তির উপর।

পরিশেষে ফুল ও উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ