আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

মাধ্যমিক শিক্ষার গুরুত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিক-নির্দেশনা ও সচেতনতা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।

অন্যদের মধ্যে নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকারী পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় মাধ্যমিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিক-নির্দেশনা ও সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন।

কর্মশালায় প্রতিষ্ঠান প্রধান, সহ-প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতি মিলে একশত প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ