আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে অবৈধ বালু ব্যবসায়ীদের জরিমানা বালু ও ড্রেজার নিলামে বিক্রী

 

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে অবৈধ বালু ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। সেইসাথে অবৈধ ড্রেজার, পাইপ ও অবৈধ বালু নিলামে বিক্রী করা হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিথুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে অবৈধ বালু ব্যাবসায়ী সেলিম মন্ডলের ৫০ হাজার টাকা জরিমানা করেন । এসময় দুটি পাইপ নিলামে ৯ হাজার টাকা বিক্রী করে । এদিন বিকেলে হাবিবুল্লানগর ইউনিয়নের ডায়া গ্রামে অভিযান পরিচালনা করে ১২৩ টি পাইপ ও একটি আনলোড মেশিন ৪ লক্ষ ২১ হাজার ৫শ টাকায় নিলামে সর্বোচ্চ দরে বিক্রী করেন। এছাড়াও শ্রীফলতলা গ্রামে অবৈধভাবে বালু স্তুপ করে বিক্রী করার দায়ে আঃ হালিম ও জুয়েল নামে দুই ব্যাবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার করে জরিমানা করেন। বিকেলে হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে অবৈধ বালু অবৈধভাবে স্তুপ করে বিক্রীর দায়ে হাসমত নামে ব্যাবসায়ীর ওই বালু নিলামে সাড়ে তিন লক্ষ টাকায় নিলামে বিক্রী করে ভ্রাম্যমান আদালত ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ