আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত 

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে । লিঙ্গবৈষম্য দূর করতে প্রতিবারের মতো এবারও দিবসটি পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক এর সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, সহকারী কমিশনার( ভূমি) আরিফ মুর্শেদ মিশু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, আত্রাই প্রেসক্লাব সভাপতি মোঃ রুহুল আমীনসহ আরো অনেকে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম বলেন, মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে এ দিবসের সূচনা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ