আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রাজশাহী বাগমারা এমপি এনামুল হক এর উদ্যােগে করোনা নিয়ে করনীয় শীর্ষক মতবিনিময়

 

আলমগীর হোসেন বাগমারা প্রতিনিধি :

দেশে চলমান করোনা ভাইরাসের সংকট মুহূর্তে রাজশাহীর বাগমারা উপজেলা আ’লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। তারা নিজেরদের জীবনের দিকে খেয়াল না রেখে মানবসেবায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে চলেছেন।
সরকারী সহযোগিতার পাশাপাশি উপজেলা আ’লীগের পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে হাজার হাজার পরিবারে নানা প্রকার সহযোগিতা প্রদান করা হয়েছে। কেউ যেন করোনা সংকটকালে না খেয়ে থাকে সে লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে করোনা ভাইরাস সচেতনতা ও সংক্রম নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়।
রবিবার সকালে উপজেলা আ’লীগের আয়োজনে দলীয় নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও করোনা ভাইরাস সচেতনতা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাগমারা আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি আরো বলেন, করোনা ভাইরাসের সংকট কালে কোন পরিবার যেন খাদ্য সমস্যায় না থাকে সে কারনে মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ টাকা এবং খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করে সারাবিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।
হতদরিদ্রদের মোবাইলে টাকা প্রেরণ করেছেন। করোনা সংকট মোকাবেলায় দেশ ও জনগণের স্বার্থে গ্রহণ করেছেন নানা রকম পরিকল্পনা। তিনি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দকে সব সময় প্রস্তুত থাকতে বলেছেন। এটা কোন একার বা এক দেশের সমস্যা নয়। এটা সারা বিশ্বের জন্য সদস্যা। নেতৃবৃন্দের আরো বলেন, বাগমারায় বসবাসরত কোন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হননি। যারা এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন তারা সবাই দেশের বিভিন্ন স্থান থেকে আসা। তাই উপজেলার কোন এলাকায় বাহির থেকে কেউ আসলে তাদের থেকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে প্রশাসনের স্মরণাপন্ন হতে হবে। সেই সাথে প্রধান অতিথি উপজেলা এবং ইউনিয়ন আ’লীগের দলীয় নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় করোনা সংকট মোকাবেলায় করণীয় বিষয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, বড়-বিহানালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু তাহের।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, সাবেক সদস্য জাহানারা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু,সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ হাতেম আলী, আলী হাসান, সোলাইমান আলী হিরু, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, আক্তারুজ্জামান বুলবুল, হাচেন আলী, বকুল খরাদী, উপাধ্যক্ষ আব্দুল বারী, ওমর আলী, লোকমান আলী, আব্দুর রশিদ, মাহমুদুর রহমান রেজা, নারগিস বেগম, চেয়ারম্যান অধ্যক্ষ
আজাহার আলী, আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, আসলাম আলী আসকান, সরদার জান মোহাম্মদ, আব্দুল হাকিম প্রামানিক, মকবুল হোসেন মৃধা, আয়েন উদ্দীন, মকলেছুর রহমান দুলাল, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপজেলা, ইউনিয়ন আ’লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর দ্রুত সুস্থতা কামনা করে এবং দেশবাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ