আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৪ ইং

জাবি ফজিলাতুন্নেছা হলে নতুন চেয়ার-টেবিল নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফজিলাতুন্নেছা হলে নতুন চেয়ার-টেবিল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে ।

জানা যায়, ফজিলাতুন্নেছা হলে নতুন চেয়ার-টেবিল নিয়ে আসে হল প্রশাসন । সেখানে দেখা যায় টেবিলগুলোতে পড়ার জন্য কোন লাইটের ব্যবস্থা নেই। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেখ রাসেল হলে নতুন চেয়ার-টেবিলও নিয়ে আসে হল প্রশাসন। সরোজমিনে দেখা যায় শেখ রাসেল হলের নতুন টেবিলগুলোতে পড়ার জন্য লাইটের ব্যবস্থা রয়েছে।

এ বিষয়গুলো জানতে পেরে ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। শিক্ষার্থীরা
জানান,” ওরাও স্টুডেন্ট আমরাও স্টুডেন্ট। বাজেট সব হলে সমান হওয়ার কথা! তাহলে এত বৈষম্য কেনো! নাকি ছেলেদের হলে টেবিলে লাইটের বাজেট দিসে মেয়েদের জন্য দেয় নাই! আমরা লাইট ছাড়া টেবিল নিব না।
এতদিন পর টেবিল দিচ্ছে সে ক্ষেত্রেও বৈষম্য করছে আমাদের সাথে।

ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী জান্নাতুল হিকমা বলেন,”ফজিলতুন্নেসা হলে সব কিছু নিয়ে সমস্যা, অনেকবার প্রভোস্টের সাথে কথা বলা হয়েছে,কোন সমাধান নেই।।গরমে থাকা যায় না,এতবড় রুমে মাত্র ২ টা ফ্যান আর অন্য দিকে ছেলেদের হলের রুমগুলোতে ৪ টি ফ্যান।ওয়াশরুম ও গোসলখানার বাজে অবস্থা। পাইপ দিয়ে পানি পড়ে,ক্যান্টিনের নিম্নমানের খাবার।বৃষ্টিতে দরজার নিচ দিয়ে পানি রুমে প্রবেশ করে। সবদিক দিয়েই সমস্যায় জর্জরিত আমরা।অথচ কোন সমাধান নেই”

এই ব্যাপারে ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ছায়েদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করেননি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ