আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৪ ইং

ববিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বরিশাল কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ২শ’ ৩৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বরিশালসহ দেশের ৮ বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি একই কেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৭শ’ ২০ জন এবং ২৪ ফেব্রুয়ারি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪শ’ ৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি কেন্দ্রে অতীতের ন্যায় সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ