আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

মাতারবাড়ী সর্বজন প্রিয় মাষ্টার রুহুল আমিনের মৃত্যুতে শোক

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী:

মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সবার প্রিয় ব্যাক্তি মাষ্টার রুহুল আমিনের আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল শোক প্রকাশ জানিয়েছেন । গতকাল ২৬ ফেব্রুয়ারী (সোমবার) দুপুরে মাতারবাড়ী একটি ক্লিনিকে তার মৃত্যু হয় । এর আগে তার নিজ বাড়ীতে হঠাৎ শরীরে ব্যথা অনুভব করলে পরিবারের স্বজনরা তাকে স্থানীয় মাতারবাড়ী ডিজিটাল হসপিটালে নিয়ে জান । সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । তবে স্ট্রোক জনিত কারনে তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা । এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিভিন্ন ফেসবুকে মুহুর্তের মধ্যে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে । মাষ্টার রুহুল আমিনের মৃত্যুর খবরে মাতারবাড়ীসহ পুরো মহেশখালীতে শোকের ছায়া নেমে আসে । তাকে একনজর দেখার জন্য মাতারবাড়ী মগডেইলস্থ তার নিজ বাড়ীতে হাজার হাজার মানুষের ভিট জমেছে । তাকে শেষ বারের মত দেখতে জান আওয়ামীলীগ , বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা । সন্ধায় তাকে দেখতে জান মহেশখালী – কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এবং মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী , মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া সহ জেলা উপজেলার তার দলীয় নেতাকর্মীগন । তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে সরকার দলীয় আওয়ামীলীগের সচ্ছ রাজনীতির মাধ্যমে জীবনের শেষ সময় পর্যন্ত ত্যাগ করেছেন । পুরো দ্বীপ জুড়ে তার ব্যাপক সুনাম রয়েছে । রাজনীতি ছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন । মাষ্টার রুহুল আমিন (বিএবিএড) মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন । হঠাৎ তার মৃত্যুর খবর শুনে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও হাজার হাজার তার ছাত্র-ছাত্রী শোকে স্তব্ধ হয়েছেন । তিনি কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন , এছাড়ও তিনি মাতারবাড়ী তয়্যবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাকালিন থেকে পরিচালনা কমিটির সভাপতি দায়িত্বে ছিলেন , মাতারবাড়ী পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি , সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি , গাউছিয়া কমিটির মহেশখালী উপজেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদকের দায়িতে ছিলেন । এছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথেও জড়িত ছিলেন তিনি ।
মাষ্টার রুহুল আমিনের মৃত্যুতে তার দল আওয়ামীলীগ , যুবলীগ, ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন । এছাড়াও তার মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দও । রাজনীতিবিদ ছাড়াও মাষ্টার রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম , মহেশখালী প্রেসক্লাব , মহেশখালী অনলাইন প্রেসক্লাব , মহেশখালী উপজেলা প্রেসক্লাব , বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখা , গাউছিয়া কমিটি মহেশখালী সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিগন শোকবার্তা জানিয়েছেন । ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৮ টার সময় তার দীর্ঘ দিনের কর্মস্থল মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এর পর সকাল সাড়ে ৯টার সময় মগডেইল বাজার মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ