আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং

কুয়াকাটায় পুড়িয়ে ফেলা হয়েছে নিষিদ্ধ চরঘেরা জাল

জাহিদুল ইসলাম ,কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় দুই হাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল উদ্ধার করেছে জেলা মৎস্য বিভাগ।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ধুলাসার ইউনিয়নে গঙ্গামতি সৈকত থেকে কাউয়ারচর পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়।

উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গামতি সৈকত এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল উদ্ধার করা হয়। অভিযানে কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি। পরে মহিপুর থানা পুলিশ, নৌ-পুলিশ, কোস্ট গার্ডের সদস্য ও স্থানীয়দের সম্মুখে এসব জাল পুরিয়ে ধংষ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ