আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

কুবিতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর ) বিকেল আড়াইটায় নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্তের সঞ্চালনায় এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরে পরিচালক অধ্যাপক ড.মোহা: হাবিবুর রহমানের সভাপতিত্বে সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ৫০১ নম্বর রুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয়বস্তু ছিল ‘অসম প্রতিযোগিতাই দুর্নীতির প্রধান কারণ।’ এই বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তুর পক্ষে বিতর্ক করেছে ইংরেজি বিভাগ এবং বিপক্ষে ছিল নৃবিজ্ঞান বিভাগ। বিতর্কে জয়লাভ করে ইংরেজি বিভাগ। এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছান।

বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরে পরিচালক এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড.মোহা: হাবিবুর রহমান বলেন, ‘কর্মক্ষেত্রে নীতির মধ্যে থাকাই হলো শুদ্ধাচার। শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের দেশে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আমাদের মধ্যে দেশত্ববোধ ও মনের সৎ ইচ্ছা থাকলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে। এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধি পাবে।’

তিনি আরো বলেন, ‘এই বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিকে বাস্তবায়নে সহায়তা করবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ