আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

মহেশখালীর সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা 

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীর শান্তি শৃঙ্খলা সমুন্নত ও নিরাপত্তা ব্যবস্থা শতভাগ নিশ্চিতসহ নানা বিষয় নিয়ে মহেশখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীর সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী।

২০ আগস্ট (রবিবার) মহেশখালী থানা প্রাঙ্গণে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় সাংবাদিকরা পরিচয় পর্ব শেষে মহেশখালীর আইনশৃঙ্খলা বিষয়ক নানা বিষয়ে পূর্বের চেয়ে জোরালো ভূমিকা রাখতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

গত বুধবার সুকান্ত চক্রবর্তী মহেশখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই দ্বীপ উপজেলা মহেশখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেন বলে জানান তিনি।

সাংবাদিকদের সাথে পরিচিতি ও ঐ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি মতবিনিময় সভায় সকল সংবাদকর্মীর সহযোগিতা কামনা করেন নবাগত ওসি । এ সময় সমাজে সংঘটিত হয় এমন অপরাধের ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

চুরি, ডাকাতি, মাদক, জুয়া, কিশোর গ্যাং, ধর্ষণ এবং নারী-শিশু নির্যাতনের ব্যাপারে সাংবাদিকদের সামনে জিরো টলারেন্সে থাকার কথা ব্যক্ত করেন তিনি।

অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না বলে উল্লেখ করেন। মতবিনিময় সভায় থানার বিভিন্ন সেবামূলক কার্যক্রম যেমন, জিডি, অভিযোগ, পুলিশ ভেরিফিকেশন,

পাসপোর্টসহ বিভিন্ন কার্যক্রমে কোনো টাকা খরচ করতে হবে না বলে জানান ওসি। উপজেলার যেকোনো শ্রেণী পেশার মানুষ কোনো প্রকার দালালের সাহায্য ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে সেবা নিতে পারবেন বলে জানান। পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ,

মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জেএইচএম ইউনুস, সাধারণ সম্পাদক আ.ন.ম হাসান,

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোবাইব সজীব , মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , সাংবাদিক আমিনুল হক, সৈয়দ মোস্তফা আলী, এম বশির উল্লাহ , এম রমজান আলী, ফারুক ইকবাল,

এস.এম রুবেল , এম আজিজ সিকদার , বিএমএসএফ এর মহেশখালীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খাঁন , সাংবাদিক সরওয়ার কামার , সাইফুল ইসলাম সাইফ , ফুয়াদ মোহাম্মদ সবুজ , এ কে রিফাত , কফিল বিন আমির ,

মিজবাহ উদ্দিন আরজু , কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক আলাউদ্দিন আলো , এইচ এম করিম , শাহাব উদ্দিন সিকদার , হ্যাপী করিম , কাইছার হামিদ ,

মাহাবুব আলম হান্নান , ইমরান নাজির , জুয়েল বড়ুয়া , আকতার মিয়া ও আলফাজ মোঃ নূরীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত ছিলেন মহেশখালী ডিগ্রি কলেজের প্রভাষক নেওয়াজ কামাল প্রমুখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ