আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

ছোট মহেশখালীতে কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি আশেক

মহেশখালী প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৩-২৪ অর্থবছরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস প্রকল্পের উদ্বোধন করেছেন কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক (এমপি)।

১৯ আগস্ট (শনিবার) বিকেল সাড়ে ৩টায় ছোট মহেশখালী ঠাকুর তলা দরিদ্রদের কাজের সূচনার মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন এমপি ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা, সহকারী কমিশনার (ভূমি),এএফএম শামীম
,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার মাহমুদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়ান সিকদার।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। প্রকল্পে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীগণ। এসময় কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সেই সাথে আরো ভালো করে কাজ করার জন্য শ্রমিকদেরকে উৎসাহ প্রদান করেন।

উল্লেখ্য যে,২০২৩-২০২৪ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি পাস (ইজিপিপি+) মহেশখালী উপজেলায় ৭০টি প্রকল্পের মধ্যে আদিনাথ মন্দিরের পাশের গুরু মন্দিরের পশ্চিমে পাশের মাঠ ভরাট,) জলদাশপাড়া সুভাষ ঘোষের জায়গার সামনে হইতে সজল মেম্বারের বাড়ির পিছনের রাস্তা পর্যন্ত মাটি দ্বারা উন্নয়ন।

রাখাইন পাড়া মেইন রোড হইতে কাতংলার বাড়ির শেষ মাথা পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন, চৌকিদারের বাড়ি হইতে সাইক্লোন সেন্টার পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন। আদিনাথ প্রাইমারির মেইন রোড হয়ে পূর্বে দিকে চৈতন্য চরণ দে এর বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন,

উত্তরপাড়া বিশ্বনাথের দোকান হইতে অরুনের বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন,ইসকন মন্দিরের পাশের মেইন রোড হইতে রাখালের বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন,আদিনাথ মন্দির,বৈদ্য মন্দির,ইসকন মন্দির, কালিমন্দির, শীতলা মন্দির, রাধাগোবিন্দ মন্দির, বিষ্ণু মন্দির,

রামকৃষ্ণ সেবাশ্রম এবং সংলগ্ন স্থানসমূহ পরিষ্কার পরিচ্ছন্নকরণ।আদিনাথ মন্দিরের পাশে ডে-কেয়ার সেন্টার এবং ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন।

ছোট মহেশখালী ইউনিয়ন ৯নং ওয়ার্ড ১৪৩২.৭৫ ঘন মিটার লম্বা মাটির কাজের জন্য প্রাক্কলিত মাটির কাজের বরাদ্দকৃত মোট অর্থের পরিমাণ১,২৬,০২,৭০০.০০ টাকা এ প্রকল্পে নন-ওয়েজ কষ্ট নির্ধারণ করা হয়েছে ১,২৫,৯২,৮০০ টাকা টাকা।

সর্দার মজুরী ৯.৯০০. টাকা। ১৯৮ দিনের জন্য এ প্রকল্পে মোট উপকারভোগীর সংখ্যা ১৫৯ জন।শ্রমিক মহিলা :১৩২ও পুরুষ ২৭ জনদৈনিক মুজরী পাবেন ৪০০টাকা। ১৯ আগস্ট থেকে প্রকল্পের কাজ শুরু করলেও শেষ করা হবে ২০২৪ সালের ৫ জুন।প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির দায়িত্ব রয়েছেন স্থানীয় ইউপি সদস্য সুজন কান্তি দে। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ