আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

পরিবেশ দিবসে গ্রীন ভয়েস রাবি শাখার বৃক্ষরোপণ কর্মসূচি

আবু সাহাদাৎ বাঁধন, রাবি প্রতিনিধি:
আজ ৫ জুন রোজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রীন ভয়েস,রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে বৃক্ষরোপণ করবেন।
এরই মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও রহমাতুন্নেসা হল এ বৃক্ষ রোপণ সম্পূর্ণ করছেন সবুজ বন্ধুরা। আজ বিকাল ৬ ঘটিকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ড.ফারজানা কাইয়ুম কেয়া ও রহমাতুন্নেসা হল এর প্রাধ্যক্ষ প্রফেসর ড.হাসনা হেনা ,হাউস টিউটর মহোদয়গণকে সঙ্গে নিয়ে হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন গ্রীন ভয়েসের সবুজ কর্মীরা। এই সময় আরো উপস্থিত ছিলেন শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড.ইকরামুল ইসলাম সহ বিভিন্ন হলের  প্রাধ্যক্ষ মহোদয়গণ।
আরো উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান অন্তর,সাধারণ সম্পাদক আহসান হাবীব সহ সবুজ বন্ধুরা।
উল্লেখ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭ টি হল এ বৃক্ষ রোপণ চলমান থাকিবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ