আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

রাবি বন্ধুসভার ফল উৎসব অনুষ্ঠিত

আবু সাহাদাৎ বাঁধন,রাবি প্রতিনিধি:
পাকা ফলের মধুর রসে রঙিন করি মুখ’ স্লোগান বুকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধুসভা আয়োজন করেছে ফল উৎসব-২০২৩ ও রম্য বিতর্ক অনুষ্ঠানের। ৪ জুন সোমবার বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি প্রাঙ্গণে উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাবি বন্ধুসভার সাধারণ সম্পাদক সুমাইয়া জেসমিন।
অনুষ্ঠান শুরু হয় বন্ধুদের রম্য বিতর্ক দিয়ে। বন্ধুদের দৈতভাবে একটি করে ফলের নাম দেওয়া হয় এবং তারা “সেই ফলটিই সেরা” এর পক্ষে যুক্তি তুলে ধরেন এবং অন্যান্য ফলের মধ্যে নিজেদের যুক্তি তুলে ধরেন। রম্য বিতর্কে ১৪ জন বন্ধু অংশগ্রহণ করেন।
ফল উৎসবে বন্ধুসভার শতাধিক বন্ধু অংশ নেন। রম্য বিতর্কের পরে বন্ধুরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন।
প্রায় ১৭ ধরনের ফল পরিবেশন করা হয়। এর মধ্যে রয়েছে আম, জাম, লিচু, তাল,নারকেল,কমলা,আঙ্গুর,কামরাঙা, আমড়া,আনারস, তরমুজ, কাঁঠাল, পেঁপে, খেজুর, বাঙ্গি, পেয়ারা, আতা, কলা, বেল প্রভৃতি।
এ সময় বন্ধুসভার উপদেষ্টামণ্ডলীসহ কমিটির সবাই উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ