আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

রংপুরে মেট্রো পলিটন পুলিশ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধিঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) প্রতিষ্ঠা চতুর্থ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও নানান কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর ২২) সকাল ১১ টায় কর্মসূচির উদ্বোধন করেন মেট্রো পুলিশ কমিশনার নুরে আলম মিনা।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। এর আগে কমিশনার কার্যালয় থেকে রেঞ্জ ডিআইজি ও আরপিএমপি’র প্রথম কমিশনার আব্দুল আলীম মাহমুদ ও বর্তমান কমিশনার নুরে

আলম মিনার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কার্যালয়ে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র‍্যালিতে সর্বস্তরের পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা, রাজনৈতিক ও  সাংবাদিকবৃন্দ অংশ নেন।

এছাড়াও দিনব্যাপি খাবার বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা, ট্রাফিক সচেতনতাসহ নানা ধরণের আয়োজন রাখা হয়েছে দিনটি উপলক্ষে।
এর আগে সাতদিন ব্যাপি অপরাধ বিভাগ, গোয়েন্দা বিভাগ,

ট্রাফিক বিভাগ, ৬টি থানাসহ বিভিন্ন ইউনিট পৃথক পৃথক বিভিন্ন কর্মসূচি পালন করে। রাতে নৈশ ভোজের মাধ্যমে শেষ হবে কর্মসূচি।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছিল রংপুর মেট্রোপলিটন পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ