আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

মসজিদের জামাতে ৪১দিন নামাজ আদায়, বাই-সাইকেল উপহার পেলেন ৩৮ কিশোর

মোঃ আলমগীর, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে টানা ৪১ দিন তাকবিরে উলার সাথে জামাতে নামাজ পড়ে সাইকেল উপহার পেয়েছে ৩৮ জন শিশু-কিশোর। তাদের প্রত্যেককে একটি করে নতুন বাই-সাইকেল উপহার দেয়া হয়েছে।

০২-জুলাই শুক্রবার পবিত্র জুমার নামাজের পর পরই তাদের মাঝে সাইকেলগুলো বিতরণ করা হয়।

আর আগেও দেশের বিভিন্ন জায়গায় নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে ধর্মভীরু সমাজসেবকদের উদ্যোগে সাইকেল উপহারের এরকম উদ্যোগ দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে- এই উদ্যোগ দেশের নতুন প্রজন্মের মধ্যে ইসলাম শিক্ষা ও চর্চায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে দারুণ সংযোজন।

জানা যায়, কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পল্লন পাড়া বায়তুন নূর জামে মসজিদে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী

লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি’র ব্যক্তিগত উদ্যোগে বায়তুন নুর মসজিদ প্রাঙ্গণে শিশু- কিশোরদের উপহারের সাইকেলগুলো বুঝিয়ে দেয়া হয়।

তারা টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবিরে উলার সাথে মসজিদে আদায় করেছেন বলে জানা যায়।

বাইসাইকেল বিতরণ উপলক্ষে সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি বলেন, এটা কেবল শুরু সারাজীবন নিয়মিত এই অভ্যাস ধরে রাখতে হবে।

সারাদেশে বিভিন্ন পাড়া মহল্লায় তাকবিরে উলার সাথে নামাজ আদায়সহ বিভিন্ন জরুরি দ্বীনি আমলের ক্ষেত্রে এ জাতীয় উৎসাহ দেয়ার চর্চা আরো বেশি করে শুরু হলে নতুন প্রজন্মের মধ্যে দ্বীনি ও নৈতিক জাগরণের স্পৃহা তৈরি হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ