আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

মতলব দক্ষিণে ৫,শ কেজি জাটকা জব্দ  জরিমানা আদায়

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব দক্ষিণে অভিযান চালিয়ে ৫’শ কেজি ইলিশের পোনা জাটকা জব্দ ও একটি পিকআপ গাড়িসহ ড্রাইভারকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
১০ এপ্রিল ভোরে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচের নেতৃত্বে থানার এসআই মহিউদ্দিন ও এএসআই প্রশান্ত অভিযান চালিয়ে উপজেলার নায়েরগাঁও বাজার এলাকা থেকে ৫’শ কেজি জাটকা এবং জাটকা বহনকারি পিকআপ ও ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে আটককৃত পিকআপ গাড়ির ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

এদিকে জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফারহানা আকতার রুমার উপস্থিতিতে উদ্ধারকৃত জাটকা গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করে দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ