আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

নলডাঙ্গায় তথ্য আপার উদ্যোগে উঠান বৈঠক

এ,কে,এম,খোরশেদ আলম, নাটোর  প্রতিনিধিঃ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (পর্যায়-২) এর আওতায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (৯ মার্চ) সকাল ১০ টায় নাটোরের নলডাঙ্গা উপজেলা বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদা খলসী কুমিল্লা পাড়ায় আব্দুল বারেক দরজীর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সংরক্ষিত আসনের মহিলা মেম্বার নাসিমা বেগমের সভাপতিত্বে ও বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নলডাঙ্গা উপজেলা শাখা গঠনকল্পে সমন্বয়কারী ও সেচ্ছাসেবী সংগঠন হরিদা খলসী যুব সংঘের সভাপতি জামিল হায়দার জনি’র সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ইউডিএফ অফিসার আছাফুল ইসলাম সিদ্দিকী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তৌহিদা হক।

একসময় উপস্থিত ছিলেন, ইউঃপিঃ সদস্য মোজ্জামেল হক, মহিলা মেম্বার হালিমা বেগম,
তথ্য সেবা সহকারী মুস্তারী জাহান, তথ্য সেবা সহকারী জাকিয়া সুলতানা সহ সাংবাদিকগণ।

বক্তব্যে বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ