আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

বাগমারায় ভাই ভাই হোটেল ও মুদি দোকানীর জরিমানা

বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে মঙ্গলবার দুপুরে ভোক্তা সংরক্ষণ . অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে।

অপরিচ্ছন্ন পরিবেশে জিনিসপত্র বিক্রয়ের পাশাপাশি মেয়াদ উত্তীর্ন কোমল পানীয় বিক্রয়ের দায়ে ভাই ভাই হোটেলের ১২ হাজার টাকা এবং মকছেদ আলী নামের আরেক মুদি ব্যবসায়ীর ৩ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বাজার তদারকিমুলক অভিযানে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী।

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম মণ্ডল সহ বাগমারা থানার পুলিশ। বাজার তদারকীমূলক এ অভিযান অব্যাহত থাক‌বে বলেও জানান রাজশাহী জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ