আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে ২ সন্তানের জননীর আত্নহত্যা

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি,  তাওহিদুল ইসলাম :

বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জের ধরে রাহিমা বেগম (৩৫) নামের ২ সন্তানের জননীর আত্নহত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল ৬টা থেকে ৭টার মধ্যের কোন এক সময় সে বিষ পান করে।

রাহিমা বেগম উপজেলার রায়হানপুর ইউনিয়নের মুচিঘাটা এলাকার আব্দুর রব মিয়ার মেয়ে ও একই এলাকার ইব্রাহিম মিয়ার স্ত্রী। ইমা আক্তার ও ইভা আক্তার নামের তাদের দুজন কন্যা সন্তান রয়েছে।

রাহিমা বেগমের মামাতো ভাই রাশেদ মিয়া জানান, রাহিমা ও ইব্রাহীমের অভাবের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। আমরা ধারণা করছি সেই কলহের জের ধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। সেই সূত্র ধরেই সে বিষ পান করেছে বলে ধারনা করছি। পুলিশ তাকে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। ময়না তদনের রিপোর্ট পেলে আসল ঘটনা জানতে পারবো।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, ঘটনার খবর পাওয়ার সাথে আমার অফিসার পাঠিয়েছিলাম। সে বিষ পান করার পর তাকে তার স্বজনরা উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা মঠবাড়িয়া নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়, তাই ময়না তদন্ত সেখান করা হবে। তবে আমাদের কাছে এখন পর্যন্ত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ