মোঃ হৃদয় হোসেন রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরে শ্বাস কষ্ট, খিচনী নিয়ে মৃত্যু হওয়া শিশু ইমন হোসেন (২) করোনা রোগে আক্রান্ত নয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাক্তার আব্দুল গাফফার। তিনি জানান, আজ (৬ এপ্রিল) সোমবার সন্ধ্যা ৬ টার দিকে শিশু ইমন হোসেনের রেজাল্ট পাওয়া যায়। সে করোনা আক্রান্ত ছিল না।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে শিশু ইমন হোসেনের মৃত্যু হয়। এ ঘটনার পর কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের সৈয়দ আহাম্মদ প্রফেসর বাড়ীর ৩ পরিবারকে লকডাউনে রাখে স্বাস্থ্য বিভাগ।
কমলনগর উপজেলার আবাসিক মেডিকেল অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে খিচুনী, শ্বাস কষ্টে শিশুটি মারা যায়। করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য তাঁর নমুনা ঢাকায় পাঠানো হয়। ইসলামী শরীয়াহ অনুযায়ী তাঁর লাশ দাফন করা হয়।