সরাইল প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৬ এপ্রিল সোমবার ১১ টায় সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদরাসায় স্বাধীনতা শিক্ষক পরিষদের মহাসচিব, বে সরকারি শিক্ষক কর্মচারী কল্যান ট্রাষ্টের সদস্য সচিব এবং পিএসএফ এর সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর উদ্যোগে ও সরাইল উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সহায়তায় সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ২০০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সরাইল রহমাতুল্লিল আলামীন দাখিল মাদরাসার সুপারসহ সকল সম্মানিত শিক্ষক মন্ডলী, সরাইল উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক মোঃ কাওছার আলম বাবুল, সদস্য সচিব মোঃ শাহাগির মৃধাসহ কমিটির সকল সদস্যবৃন্দ,হৃদয়ে সরাইল সংগঠনের আহবায়ক মোঃ ফয়সাল আহমেদ মৃধা দুলাল এবং স্হানীয় সাংবাদিকবৃন্দ।