আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

বঙ্গোপসাগরে ১২ জেলেকে মারধর করে ট্রলার মালিক কে অপহরণ

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি : তাওহিদুল ইসলাম:

বরগুনার পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মোহনা থেকে ১২ জনকে পিটিয়ে ট্রলার ভাঙচুর করে সর্বস্ব লুটে নিয়ে ট্রলার মালিক নেছার খানকে অপহরণ করেছে দস্যুরা।

রবিবার (২১নভেম্বর) সুন্দরবন সংলগ্ন ভোর রাতের দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

অপহৃত নেছার খান এফবি মা ট্রলারের মালিক। তার বাড়ি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বাদুরতলা গ্রামের নেছার খানের মালিকানা এফবি মা ট্রলারের জেলেরা শুক্রবার রাতে জাল ফেলে ঘুমিয়ে ছিলেন।

শনিবার ভোর রাতে একদল দস্যু জেলেদের উপর হামলা করে মাছ, তেল রসদ সামগ্রী লুটে নেয় এবং ১২ জন জেলেকে মেরে গুরুতর আহত করে।

পরে ট্রলার ভাংচুর করে ট্রলার মালিক নেছার খানকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুদরা। নেছার খানকে অপহরণকারী জলদস্যুরা কোন বাহিনীর তা এখনো জানা যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ