আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ ইং

সরাইলে চাকুরিজীবী স্বামী স্ত্রীর বৈশাখী ভাতার টাকায় খাদ্য সামগ্রী বিতরণ

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

সরাইলে চাকুরিজীবী স্বামী স্ত্রী দুই জনের বৈশাখী ভাতার টাকায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হত দরিদ্র ১৮ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আজ ৫ এপ্রিল রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ জসিম উদ্দিন ও তার স্রী শাহজাদাপুর উচ্ছ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুই জনের বৈশাখী ভাতার টাকায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হত দরিদ্র ১৮ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিতরণ করা খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ টি ডটল সাবান। খাদ্য সামগ্রীর পেকেট বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কারী মোঃ জসিম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়াজেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মোঃ কুতুব উদ্দিনের ছেলে। তিনি বলেন বাংলাদেশের বৃহৎ হত দরিদ্র কর্মহীন জনগোষ্ঠীর জন্য এটি আমার একটি অতি ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তশালী সহ সকলে তাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়ালে যে কোনো ধরণের প্রতিকূলতায় বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ