আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

ফরিদগঞ্জে আগুনে পরিত্যক্ত ঘর ভস্মীভূত, তদন্ত কমিটি গঠন

কে এম নজরুল ইসলাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে হিন্দু সম্প্রদায়ের একটি পরিত্যক্ত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। 
১৯ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩ ঘটিকায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের পূর্ব কর্মকার বাড়ির বীরেশ্বর কর্মকারের পরিত্যক্ত ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আসার আগেই আগুনে ওই ঘর পুড়ে ছাই হয়ে যায়। কীভাবে আগুন লেগেছে সে সঠিক তথ্য জানতে তাৎক্ষণিক ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঁদপুরের জেলা প্রশাসকসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন  পুলিশ সুপার মিলন মাহমুদ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সংসদ সদস্যের প্রতিনিধি আব্দুস ছাত্তার পাটওয়ারী।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী চয়ন কর্মকার জানিয়েছেন, ‘গভীর রাতে কুকুরের চিৎকারে আমার ঘুম ভাঙে। উঠে দেখতে পাই ঘরটিতে আগুন জ্বলছে।’
গুপ্টি পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ে এই এলাকায় কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি। এলাকায় ধর্মীয় সম্প্রীতি রয়েছে সকল ধর্মের মানুষের মধ্যে। তাই সাম্প্রদায়িক বিষয়টা এখানে অযৌক্তিক।’
অগ্নিকাণ্ডের বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের লোকজন পুলিশ সুপারকে জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি শর্টসার্কিট থেকেই ঘটেছে।’
পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, ‘প্রায় ১০ বছর যাবত ঘরটিতে কেউ থাকেন না। এই এলাকায় একটি মন্দির রয়েছে। নাশকতার উদ্দেশ্য থাকলে মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটতো। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি দুঃখজনক। ঘটনা সম্পর্কে জানতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ