আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে যুবলীগ নেতার শুভেচ্ছা

মোঃ চান মিয়া লামা, প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লামা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন ।

দূর্গাপূজা বিবৃতিতে এই যুবনেতা বলেন, যুগ যুগ ধরে শারদীয় দুর্গাপুজা উপমহাদেশ এবং বাংলাদেশসহ অন্যান্য বাংলাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সুদীর্ঘকাল ধরে এই ধর্মীয় উৎসবটি সাড়ম্বরে পালিত হয়ে আসছে।

তিনি আরো বলেন, যে কোন ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধ জাগরিত করে। সকল ধর্মের মর্মবানী শান্তি ও মানব কল্যাণ। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের সকলের কর্তব্য।

দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে। সেই বাণীকে আত্মস্থ করেই দুর্গাপুজার উৎসবের আনন্দ সকলে মিলে ভাগ করে নিতে হবে।

এবং পূজা উপলক্ষে, সকলকে আনন্দ উৎসব পালনের পাশাপাশি, একে অপরের প্রতি সহমর্মী ও শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণ ভাবে এই উৎসব পালনের আহবান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ