আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

চট্রগ্রাম কারাগারে বন্দি যুবলীগ নেতা টিনু কাউন্সিলর নির্বাচিত

হাসান বিন ইউসুপ :

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে উপ-নির্বাচনে বেসরকারিভাবে কাউন্সিলর পদে ৭৮৯ ভোট পেয়ে মিষ্টিকুমড়া প্রতীকের নূর মোস্তফা টিনু জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ইভিএমের মাধ্যমে ১৫টি কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সন্ধ্যায় ভোট গণনা শেষে চট্টগ্রাম জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল আলম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

নূর মোস্তফা টিনু বর্তমানে কারাগারে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীকের মো. আব্দুর রউফ ৭৭৩ ভোট পেয়েছেন। কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা যাওয়ায় এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ১৫টি ভোটকেন্দ্রে ৮৬টি ভোটকক্ষ।

ভোটগ্রহণের জন্য ১৫ জন প্রিসাইডিং অফিসার, ৮৬জন সহকারী প্রিসাইডিং ও ১৭২জন পোলিং কর্মকর্তাসহ ২৭৩ জন কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ