রুহুল আমিন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারণে যে সকল খেটে খাওয়া মানুষগুলো বাড়িতে আছে,যাদের ঘরে দুমোঠো খাবার নেই,তাদেরকে সামাজিক দুরত্ব বজায় রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে এসকল অসহায়,খেটে খাওয়া,নিম্ন আয়ের ৬৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ ফাজিল পুর বাজারে সামাজিক দুরত্ব তৈরি করে লাইনে দাঁড়িয়ে অসহায় মানুষগুলোর হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।সেখানে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ন কবির লতা,স্থানীয় গুড়পাড়া পুলিশ ক্যাম্পের এস আই নিপুণ, যশোর বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক মোঃ ওহিদুজ্জামান,কৃষি তথ্য অধিদপ্তরের মোঃফরিদুজ্জামান, স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদকঃ ইসরাফিল হোসেন, সাবেক মেম্বার আব্দুর মান্নান। আরো উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ জেলা প্রতিনিধি শাহাজান আলি বিপাশ ও দৈনিক আগামীর সংবাদ ও ডেইলি সিটি নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন সহ বিভিন্ন বিভিন্ন ধরনের লোক উপস্থিত ছিলেন। এসময় দুস্হদের মাঝে চাউল,ডাল,তেল,আলু,সাবান ও মাস্ক বিতরণ করা হয়। এসকল কাযক্রম অব্যাহত থাকবে বলে ফাজিলপুর যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়।