হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আসনের এমপি আলহাজ এডভোকেট আব্দুস সাত্তার ভূঞার নিজ অর্থায়নে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে নিন্ম আয়ের প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ ও তৈল বিতরণ করা হয়েছে।
আজ ১ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতা মোঃ সোহেল আহমেদ এর বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নের ৯ টি গ্রামের দেড় শতাধিক অসহায় পরিবার এ খাদ্য সামগ্রী গ্রহণ করেন।
এমপি আলহাজ আব্দুস সাত্তার ভূঞার পক্ষে উনার ছেলে মাইনুল হাসান তুষারের নির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা
বিএনপির অন্যতম সদস্য মাজহারুল হক, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইয়াকুব, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ ,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ
সভাপতি সালাউদ্দিন খালিদ হিমেল, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরাফাত রহমান সাকিল ও স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিক মেম্বার, যুবদল নেতা ওয়াসিম গাজি,ছাত্রদল নেতা রুবেল রায় প্রমুখ।
যুবদল নেতা মোঃ ইয়াকুব বলেন,মাননীয় এমপি উকিল আব্দুস সাত্তার ভুইয়ার একমাত্র ছেলে মাইনুল হাসান তুষারের নেতৃত্বে দুই/তিন দিনের মধ্যেই সরাইল ও আশুগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নই শ্রমহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।