আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁদপুরে রাতের আধাঁরে হতদরিদ্রের ঘরে ঘরে খাদ্য সামগ্রী র্পৌঁছে দিচ্ছে তরুণরা

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধি

 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হতদরিদ্র মানুষের সম্মানের কথা চিন্তা করে রাতের আধাঁরে গোপনে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পোঁছে দেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা মানুরী গ্রামের তরুণরা।
গত কাল সন্ধ্যার পর প্রথম ধাপে গ্রামের ৪৫ টি পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন তরুণরা।
গ্রামের তরুণরা জানান,
নোবেল করোনা ভাইরাস কারণে কর্মহীন মানুষের পাশে দাড়ানো জন্য এই উদ্যাগ গ্রহন করেছি আমরা। তরুণদের পাশাপাশি গ্রামের ব্যবসায়ী ও চাকুরীজীবি এবং প্রবাসী বাংলাদেশিরা এ কার্যক্রমে সাহায্য করে হতদরিদ্র পরিবার গুলোকে।
তারা জানান আমরা “মানুরী আলোক বর্তীকা” একটি ফেসবুক গ্রুপের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে অর্থ সংগ্রহ করে যাচ্ছি।বিকাশ,নগদ,রকেটের মাধ্যমে ও সরাসরি টাকা সংগ্রহ করা হয়।
মাত্র ২/৩ দিনের প্রচেষ্টায় এই গ্রামের সচ্ছলদের অর্থায়নে তারা হত দরিদ্রদের জন্য
চাল, আলু, ডাল, লবণ, পেঁয়াজ, রসুন, আদা,সাবান ও ওরস্যালাইন ব্যবস্থা করেন।এরপর ৩১ শে মার্চ গতকাল সন্ধ্যার পর থেকে শুরু হয় তাদের বিতরণ কার্যক্রম।

তারপর এক সূত্রে জানা যায়, এক যুবকের ফেসবুকে স্টাটাসের মাধ্যমে মূলত কার্জক্রম শুরু হয়।
তরুণরা বলেন, সারা বাংলাদেশ প্রতিটি গ্রামে-মহল্লা সবাই এই রকম উদ্যোগ করে হতদরিদ্র মানুষের পাশে দাড়ানো দরকার। এছাড়াও হতদরিদ্রদের ছবি সরাসরি পোস্ট না করার জন্যও বিশেষ অনুরোধ করেন এই তরুণরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ