আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁদপুর সরকারি কলেজের উদ্যোগে ১২০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

 

নোবেল করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে যখন সাধারণ আয়ের মানুষগুলো গৃহবন্ধী ও কর্মহীন ঠিক তখনই এদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলো চাঁদপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজ।

এক এক করে নিদিষ্ট দূরুত্ব বজায় রাখে চাঁদপুরের বিভিন্ন স্হানে হতদরিদ্রদের বাড়িতে গিয়ে ১২’শ কর্মহীন মানুষের মাঝে তুলে দেন এসব খাদ্য সামগ্রী।

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত দাসের উদ্যোগে ৩১ মার্চ এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের সাধারণ সম্পাদক মো.ওয়াহিদুজ্জামান, কার্যকারী সদস্য ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পুরো বিতরণ কাজে সহোযোগিতা করেন রোভার স্কাউট গ্রুপ ও বিএনসিসি গ্রুপ।
এসময় প্রফেসর অসিত বরণ দাস বলেন, শুধু শিক্ষাই নয় আমাদের মনের দিক দিও শিক্ষিত হতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সময়ে আমরা বিত্তবান মানুষগণ যদি অসহায়দের পাশে না দ্বারাই তাহলে আমাদের কখনো ভালো ভাবে দেখবে না।
তাছাড়া অত্র কলেজটি সবসময় মানুষের ক্লান্তি লগ্নে সবার পাশে সার্মথ্য নিয়ে অবস্হান করে এবং বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রম চালু করে আসছে সবসময়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ