হাসনাত কাইয়ূম, সরাইল প্রতিনিধি
হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমূল ইউনিয়ন পরিষদের ১০০ মিটার পূর্বে ব্যাস্ততম রাস্তা অরুয়াইল – সরাইল রাস্তার উপরে পাকশিমূল গ্রামের সাবেক মেম্বার রীনা বেগমের বাড়ির সংলগ্ন রাস্তার পাশ ঘেষে ১ টি বড় ময়লা ও মলের গর্ত বাথরোম ও টিউবলের পানি জমে অসাস্থকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এর পাশেই আরেকটি গর্ত রাস্তার উপরে ময়লা জমে দূর্ঘন্ধময় পরিবেশ দেখার কেউ নেই। সামান্য বৃষ্টি হলেই গর্তের ময়লা ও দূর্ঘন্ধময় পানি রাস্তার উপরে উঠে আসে।এতে চরম ভোগান্তির শিকার পথচারীসহ এলাকাবাসী। করোনা ভাইরাস প্রতিরোধে যেখানে পরিস্কার পরিচ্ছন্ন থাকার কথা বলা হয়েছে সেখানে এই মল ও ময়লার স্তুুপ গুলো করোনা ভাইরাস প্রতিরোধের অন্তরায় হিসেবে কাজ করবে বলে সচেতন মহল মনে করেন।এব্যাপারে পথচারীসহ এলাকার সচেতন মহল যথাযথ কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেন।
এ ব্যাপারে পাকশিমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান ওদেরকে আমি কয়েক বার বলছি কিন্তু ওরা গর্তটা ভরাট করে পানি নিস্কাশনের ব্যাবস্থা করতেছেনা। আমি আরেকবার বলব যদি ব্যাবস্তা না করে তাহলে এসিল্যান্ড স্যারকে বলে ভ্রাম্যমান আদালতের আওতায় এনে ব্যাবস্থা নেওয়া হবে।