আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

সোনাগাজী ও দাঁগনভূঞায় এফবিসিসিআই এর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ

করোনা রোগীদের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি ‘এফবিসিসিআই’ এর উদ্যোগে সোনাগাজী ও দাগনভূঞার পৌরসভার মেয়র এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ আগষ্ট বৃহস্পতিবার সোনাগাজী পৌরসভার সম্মেলন কক্ষে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
চেম্বার সভাপতি আয়নুল কবির শামীমের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, সোনাগাজী বণিক সমিতির সভাপতি নূর নবী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সোনাগাজী উপজেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

এ দিকে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম ফারুক বাচ্চুর পরিচালনায় দাগনভূঞায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহম্মেদ, দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন।
এছাড়া দাগনভূঞা ও সোনাগাজীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, আলহাজ্ব নুর আজম, ফরিদ উদ্দিন আহম্মেদ পাঠান, গোলাম মাওলাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। শেষে উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ